নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করলেও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি। একইসঙ্গে আজকের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও জনমনে তৈরি হওয়া উদ্বেগ বৈঠকে আলোচনার মুখ্য বিষয় হতে পারে।
এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে দলটির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, অতীত ও বর্তমান সময়ে আওয়ামী লীগের ভূমিকা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।