নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নিরাপত্তার ঝুঁকির মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ করে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উত্তর ভারতের শহরগুলোকেই কেন্দ্র করে, যেখানে আইপিএলের বেশিরভাগ ভেন্যু অবস্থিত।
সূত্র জানায়, এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট বন্ধ থাকলেও দ্রুতই আবার শুরু করার চেষ্টা করছে বিসিসিআই। তারা বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ ভারতের অপেক্ষাকৃত নিরাপদ চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তা করছে।
তবে আইপিএলের বেশ কয়েকটি দলের বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আর ঝুঁকি না নিয়ে ইতোমধ্যেই ভারত ত্যাগ করেছেন। যদিও ফ্র্যাঞ্চাইজি মালিকরা আশা করছেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা আবার ফিরবেন।
বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা যত দ্রুত ছড়াচ্ছে, তাতে মে মাসে টুর্নামেন্ট ফের শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ্য, লিগ পর্ব, প্লে-অফ ও ফাইনালসহ এখনো আইপিএলের ১৬টি ম্যাচ বাকি রয়েছে।
এই পরিস্থিতিতে আইপিএল স্থগিত হওয়া শুধু ভারতীয় ক্রিকেটের জন্য নয়, বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।