নিজস্ব প্রতিবেদক:
চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনা শেষে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
ট্রাম্প বলেন, “সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা!”
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরপরই আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে। তাতে বলা হয়, এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আলোচনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।
রুবিও বলেন, “শান্তির পথে দুই দেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। মোদি ও শরিফের নেতৃত্ব প্রশংসনীয়।”
এদিকে, দুই দেশের সরকার এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, ট্রাম্প ও রুবিওর বক্তব্য থেকেই স্পষ্ট যে, সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধবিরতি যদি কার্যকর থাকে, তাহলে এটি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে। তবে সবকিছু নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান ও আন্তরিকতার ওপর।