১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভারত – পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত, আন্তর্জাতিক মহলে আলোড়ন

নিজস্ব প্রতিবেদক:

চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে—এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১০ মে) নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনা শেষে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

ট্রাম্প বলেন, “সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা!”

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরপরই আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে। তাতে বলা হয়, এই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। আলোচনায় অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

রুবিও বলেন, “শান্তির পথে দুই দেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর জন্য একটি আশাব্যঞ্জক বার্তা। মোদি ও শরিফের নেতৃত্ব প্রশংসনীয়।”

এদিকে, দুই দেশের সরকার এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, ট্রাম্প ও রুবিওর বক্তব্য থেকেই স্পষ্ট যে, সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধবিরতি যদি কার্যকর থাকে, তাহলে এটি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে। তবে সবকিছু নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান ও আন্তরিকতার ওপর।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নিষিদ্ধ হলো স্বৈরাচারের দল বাংলাদেশ আওয়ামী লীগ , সকল কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলা, কাশ্মীরে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধে রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা এনসিপির

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার রাত

ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, রাফাল ভূপাতিত করল পাকিস্তান—বাড়ছে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের উপকূলের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত—এমন দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

Scroll to Top