আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার রাত পৌনে নয়টায় শাহবাগের গণজমায়েত থেকে এই ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “আগে দেওয়া সময়সীমার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা না আসায়, আমরা এখন শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাজসিক মোড়ে অবস্থান নেব।”
ঘোষণার পরপরই শাহবাগে অবস্থানরত নেতাকর্মীরা যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হতে শুরু করে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য আলটিমেটাম দেন হাসনাত। তিনি স্পষ্টভাবে বলেন, “এক ঘণ্টার মধ্যে কোনো ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু হবে। বাংলামোটর থেকে যমুনার পথে রাজসিক মোড়ে কেন্দ্র করে আমরা অবস্থান নেব।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখছি। তবে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে কোনো গড়িমসি বরদাশত করা হবে না। আমরা স্পষ্ট ঘোষণা চাই।”
এই ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করে। যমুনার দিকে যাত্রা ঠেকাতে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাহবাগ থেকে যমুনার এই পদযাত্রা নতুন রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।