১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

উৎসবমুখর পরিবেশে দা আল-হেরা ফাউন্ডেশনের ফাইনাল ফুটবল ম্যাচ সম্পন্ন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী:

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দা আল-হেরা ফাউন্ডেশনের ২০২৫ সালের ফাইনাল ফুটবল ম্যাচ। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাঠে আয়োজিত এই জমকালো খেলাটি ছিল বার্ষিক ক্রীড়া কার্যক্রমের অংশ, যা এলাকাবাসী ও ক্রীড়ামোদীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা প্রতি বছরই নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক পথে পরিচালনার চেষ্টা করি। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. বাশির মোল্লা, খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মো. মাসুম, আর পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্রীড়া সম্পাদক শাহাদাত ভূঁইয়া। রেফারির দায়িত্ব পালন করেন মো. হিরন।

চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় সিনিয়র বনাম জুনিয়র দল। ম্যাচজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয় দুই দল। তবে ফিনিশিংয়ের দিক থেকে এগিয়ে ছিল জুনিয়ররা—তারা ৩-০ গোলে সিনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এই ম্যাচটি শুধু একটি খেলা ছিল না, এটি হয়ে উঠেছিল ঐক্য, উদ্দীপনা ও আশার প্রতীক। ক্রীড়ার মাধ্যমে সমাজ গঠনের এমন উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শেওড়াপাড়ায় দুই বোন হত্যায় গ্রেপ্তার আত্মীয়, মুখোশধারী তরুণ ছিল খালার ছেলে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্দেহভাজন যে মুখোশধারী তরুণকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, সে নিহতদেরই ঘনিষ্ঠ আত্মীয়। তার নাম গোলাম রব্বানী ওরফে

শিবগঞ্জে মিথ্যা মামলায় ৮ জনকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ৮জন কে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারের

হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরাম’-এর ১২ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম, ১২ মে : হাটহাজারী উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের

খন্ডলহাই বাজারের ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ প্রতিপক্ষের হামলায় নিহত

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি: পরশুরাম উপজেলার ৪নং বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেট্রেশ্বর গ্রামের বাসিন্দা ও খন্ডলহাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ(৫০) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে

Scroll to Top