১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কাড়ামুক্তির পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তুহিনের শ্রদ্ধা নিবেদন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কর ফাঁকিও অবৈধ সম্পদ অর্জনের দুইটি মামলায় জামিনে কারামুক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ভাগনে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিতে জেলা বিএনপি ও ডিমলা-ডোমারবুঝলার বিএনপি,র নেতৃবৃন্দদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,‘আমি শহিদ রাষ্ট্রপতির আদর্শ ও স্বপ্ন ধারণ করি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস লড়াই চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাবো ইনশাআল্লাহ। আমার ওপর মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য হয়রানী মূলক মামলা দেওয়া হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। সত্যের বিজয় হবেই।’

এসময় নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, প্রচার সম্পাদক আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল,

ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামা।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) তার দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ তার জামিনের আদেশ দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঘোড়াঘাটে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার

মুরাদনগর উপজেলা বিএনপির নেতা মুরশিদের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করেন বিএনপির জনপ্রিয় নেতা মুরশিদ । মুরশিদ বলেন, ০৯ মে জাতীয় কয়েকটি দৈনিক পত্রিকায় তার

সাতক্ষীরা সদর কুশখালী ইউনিয়নে শিবিরের উদ্দোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকাশনা প্রদরশনী ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই মে)সাতক্ষীরা সদর

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিন কে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

Scroll to Top