ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন। এতে ২ হাজার ২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় পাস মার্ক হিসেবে ৩০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ সহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ২ টা একাডেমিক ভবনে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহ সার্বিক মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।প্রক্টরিয়াল বডি নিরাপত্তার বিষয়ে সচেতন। যে ভবনগুলোতে পরীক্ষা হবে সেগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে।