১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জকসু নির্বাচন আর কতদূর?

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন চায় জবির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিধান থাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৯ বছরেও নির্বাচন হয়নি এই শিক্ষাপ্রতিষ্ঠানে। এখনো জকসু গঠনের কোনো আভাস পাওয়া যাচ্ছে না।

গত বছর আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা। সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের বিধান না থাকায় দ্রুত নীতিমালা প্রণয়ন ও নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। কয়েকটি ছাত্র সংগঠনও একই দাবিতে কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইনে জকসুর বিধান যুক্ত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

গত বুধবার (৭ মে) বিশেষ সিন্ডিকেট সভায় জকসুর বিষয়ে আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মতামত অন্তভুক্ত না থাকায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন না করে তা পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেয়।

বিশেষ সিন্ডিকেট সভায় আরও কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেমন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন; কমিটিকে ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের লিখিত অভিমত সংগ্রহ করে তা সিন্ডিকেট সভায় উপস্থাপন করবে।

বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে জকসু নির্বাচনের দাবি তুলেছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিভ বলেন, “প্রশাসন যেভাবে জকসু নিয়ে এগোচ্ছে তা আসলে ৫ আগস্টের আগে যে খসড়া নীতিমালা ছিল সেগুলো পাস করানোর একটা প্রয়াস ছাড়া আর কিছুই নয়। কিন্তু ছাত্রদের অভিমত না নিয়ে কীভাবে জকসুর গঠনতন্ত্র হতে পারে? ছাত্রদের মতামতের ভিত্তিতেই জকসু নীতিমালা গঠন করবে প্রশাসন, এই আশা রাখছি। এজন্যই আমরা গণভোট কর্মসূচি পালন করছি।”

জকসু গঠনতন্ত্রের কাজ না হওয়ার বিষয়ে তিনি আরো জানান, “প্রশাসনের যে এই ব্যাপারে গাফিলতি আছে তাতে কোনো সন্দেহ নেই।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই তফসিল ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমাদের জকসু নির্বাচন হচ্ছে না। ভিসি স্যার জানিয়েছিলেন, আইন সংস্কার বা প্রণয়ন জটিল কিছু নয়। তারপরও আইন না হওয়াতে আমরা চিন্তিত।”

অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব জানান, “৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন তথা কার্যকর ছাত্র সংসদ গঠনের এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। দেশের অনেক বিশ্ববিদ্যালয় এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন কার্যক্রম শুরু করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো টালবাহানা করেই যাচ্ছে। এটি স্পষ্টতই শিক্ষার্থীদের অধিকার হরণ এবং গণতন্ত্রের প্রতি অবজ্ঞা। প্রশাসনের উচিত দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের অধিকার ফিরিয়ে দেওয়া।”

ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাশেদ রানা বলেন, “জবিতে শিক্ষক নির্বাচন হয়, সাংবাদিক সমিতির নির্বাচন হয়, ডিবেটসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন হয়। শুধু শিক্ষার্থীদের জকসু নির্বাচনটাই হচ্ছে না। কারণ জকসু নির্বাচন হলে অনেকেরই স্বার্থ হাসিল হবে না। জকসুর কথা উঠলেই প্রশাসন তা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে। অনুরোধ করছি, জকসু নির্বাচনের জন্য যেন নতুন করে আন্দোলন করতে না হয়।”

এই ব্যাপারে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “অতি দ্রুত আইনটি প্রণয়ন করা হবে, কাজ চলছে। সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ দিনের মধ্যে লিখিত অভিমত নেওয়া হবে। এরপরেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।”

জকসু আইন সংস্কার হতে কত সময় লাগতে পারে, জানতে চাইলে তিনি জানান , “সর্বোচ্চ এক মাস লাগতে পারে।” আইনের জন্য কি এটা আটকে আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “আইন প্রণয়ন করা হয়েছে। কমিটির সবাই সম্মতি জানিয়েছে, এখন শিক্ষার্থীদের মতামত লাগবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ আগস্টের পর থেকেই লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করার জন্য নানা কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবহিকতায় ছাত্র সংসদ নির্বাচন ও আইন সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘OBE Curriculum’ প্রশিক্ষণ কর্মশালা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি জাককানইবি তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে শুরু হয়েছে শীর্ষক দুই দিনব্যাপী ‘OBE

পটুয়াখালী ভার্সিটিতে, ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৪ দফা দাবির পরিপ্রেক্ষিতে ‘জবি ঐক্য’ নামক একটি নতুন প্ল্যাটফর্মের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে

‘Setting Vision and Mission of the University & the POEs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘Setting Vision and Mission of the University & the POEs’ শীর্ষক কর্মশালা

Scroll to Top