মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা ও ভেড়ামারা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক চমৎকার প্রীতি ক্রিকেট ম্যাচ, যা ছিল কেবল একটি খেলা নয়—বরং এক বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য, সম্প্রীতি এবং সচেতনতার অনন্য দৃষ্টান্ত। ১১ মে রবিবার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টে মুখোমুখি হয় খোকসা ও ভেড়ামারা উপজেলা প্রশাসন।
মাঠে ক্রিকেট, বার্তায় মানবিকতা টসে জিতে ব্যাটিংয়ে নামে ভেড়ামারা উপজেলা প্রশাসন। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে তারা। জবাবে খোকসা উপজেলা প্রশাসন লড়াই করেও ১১৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় ভেড়ামারা।
খেলার ফলাফল ছাপিয়ে মূল আকর্ষণ ছিল এই আয়োজনের উদ্দেশ্য। খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন জানান, “মাদক, মোবাইল আসক্তি ও নেতিবাচক সংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখতে আমরা এই আয়োজন করেছি। ক্রীড়ার মাধ্যমে আমরা চাই তাদের ইতিবাচক পথে অনুপ্রাণিত করতে।”
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “জয়-পরাজয় মুখ্য নয়, এই ম্যাচের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি—আমরা যুবসমাজকে বলছি, আসুন ক্রীড়া ও মানবিকতাকে ভালবাসি, দেশ গড়ায় অংশ নিই।”
প্রাণবন্ত পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতি খেলা দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। করতালিতে মুখরিত মাঠ, উল্লাসে ভরা চারপাশ, এবং একটি শান্তিপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধায় ভরা আয়োজন—সবমিলিয়ে দিনটি হয়ে ওঠে উৎসবের মতো।
খেলা শেষে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ম্যাচ যেন দুই উপজেলার প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্মান ও একতার একটি জীবন্ত প্রতীক হয়ে ওঠে।