১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তা রেশমা ইয়াসমিন কে লাঞ্চিতের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান মোহাম্মদ ভারপ্রাপ্ত নারী কর্মকর্তা রেশমা ইয়াসমিনকে খাদ্য গুদামে প্রবেশ করতে বাধা দেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে তিনি খাদ্য গুদামের অফিসে জোরপূর্বক প্রবেশ করে অবৈধভাবে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে চলে যেতে চাইলে
উপস্থিত শ্রমিকদের সহায়তায় জান মোহাম্মদকে আটকে রেখে জেলা খাদ্য নিয়ন্ত্রককে খবর দেন শ্রমিকরা।

খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ। তারপর জান মোহাম্মদের কাছ থেকে কাগজপত্র উদ্ধার করেন তিনি। এর আগে জান মোহাম্মাদ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অবৈধভাবে তালা ভেঙ্গে প্রবেশ করেন এবং বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যান। তিনি পিরোজপুরের নাজিপুরে বদলী হয়েছেন।

এর আগে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সুত্র জানায়। এবিষয়ে রেশমা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি বলেন আমি শুক্রবার বিকেলে খাদ্য গুদামে প্রবেশ করতে গেলে জান মোহাম্মাদ অন্যায় ভাবে আমাকে শরীরে ধাক্কা মেরে বাহিরে বের করে দেন। তার অন্যত্র বদলী হয়েছে। বদলী হওয়ার পরেও কোন নিয়ম না মেনে ক্ষমতার দাপট দেখিয়ে এখানেই থাকতে চাচ্ছেন। এমনকি তিনি আমাকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন।বিষয়টি আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যারকে জানিয়েছি। তার এসব অন্যায় অপকর্মের বিরুদ্ধে আর কি কি করা হবে তা তিনি পরবর্তীতে হারানোর কথা বলেন।

মাননীয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top