ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামী আয়োজিত শুকরিয়া মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে, রোববার ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন কপোতাক্ষ সেতু থেকে একটি মিছিল ঝিকরগাছা উপজেলা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আরশাদুল আলম।
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দলীয়করণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণ ঘটেছে, যার মাধ্যমে গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পলাতক স্বৈরাচারী নেতাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এর আগে দেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের ৯ মাস পর এই সিদ্ধান্ত মানুষের আশা-আকাঙ্ক্ষার কিছুটা হলেও প্রতিফলন ঘটিয়েছে।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। সংক্ষিপ্ত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল, মাওলানা দ্বীন ইসলাম, আবিদুর রহমান এবং ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন নাভারণ ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, উপজেলা কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ।