১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামীলীগ পালিয়েছে বলায় বিএনপির ৪ কর্মীকে কুপিয়ে জখম

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে আওয়ামীগ পালিয়েছে বলায় কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে বিএনপির চার নেতাকর্মীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে আ’লীগ নেতার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা।
শনিবার (১০মে) রাতে কুমিল্লা জেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলো নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহের মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল।
আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষ অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালের আইসিইউতে, বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩রা মে) শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যাওয়ার পথে পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের বিএনপি-আওয়ামীলীগ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামীলীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়।

পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সূরাহা হলেও এর জের ধরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ ও জিসানের নেতৃত্বে ৫/৬জনের একটি সন্ত্রাসী দল আচমকা সৌরভের উপর ধারালো ছোরা দিয়ে হামলা চালায়। এসময় সৌরভকে বাচাতে এলে তার বাবা জুয়েল মিয়া ও কাকা শাকিল এবং তার সমবয়সী জাহিদুলকে চোখে পেটে পিঠে ও হাতে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। আহতদের শোর-চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে এভারকেয়ার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।

আহত জুয়েলের ভাই বিএনপি নেতা হাবীবুর রহমান বলেন, ছেলেরা ঝগড়া করছে এগুলো নিয়ে তিন দিন আগে এলাকায় সামাজিক ভাবে মিমাংসা হওয়ার পরেও আমার ভাই, ভাতিজাসহ বিএনপির কর্মীদের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। জাহিদুলের অবস্থা খুব খারাপ, তার একটা চোখ খুলে ফেলছে। এখন সে আইসিইউতে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা শাখার শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান

মো : রমজান মিয়া, গাজীপুর প্রতিনিধি: “রক্তের দামে কিনেছে স্বপ্ন, সাহসী ভোর সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্য ঘোর” — এই স্লোগানকে ধারন করি এবি পার্টির

মধ্যনগর যুবদল নেতার উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম, মধ্যনগর (সুনামগঞ্জ), প্রতিনিধি: মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছেন স্থানীয়

সংস্কারের নামে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয় – বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. জয়নুল আবেদীন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল

হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

Scroll to Top