নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার সরকারিভাবে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আর সক্রিয় থাকতে পারবে না। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জনগণের বিরুদ্ধে সহিংস অভিযানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকার কোনো ধরনের সন্ত্রাস বা সহিংসতাকে প্রশ্রয় দেবে না।”
উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করছেন অনেকে। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।