১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ মে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা শুধু একটি লজিস্টিক ইউনিট নয়, এটি শিক্ষাবান্ধব ও মানবিক আচরণের অনুশীলনের ক্ষেত্রও বটে। চালক ও সহকারীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের সচেতনতা এ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে।”

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “নিয়মিত প্রশিক্ষণ, আচরণগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করা সম্ভব।”

সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “চালক ও সহকারীদের শুধু যান্ত্রিক দক্ষতা নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেও গড়ে তোলা প্রয়োজন। এই সেমিনার সে প্রয়াসেরই অংশ।”

ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী, ডেপুটি পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং পবিপ্রবির সাবেক ছাত্র ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।

সেমিনারে পবিপ্রবির আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেনসহ পবিপ্রবিতে কর্মরত চালক ও সহকারীরা অংশ নেন। বিকেল ৫টায় সেমিনারটি শেষ হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জবির ছাত্রদল নেতা রবিউল আওয়াল

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত একজন দরিদ্র শিক্ষার্থীর ভর্তিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল। সম্প্রতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘OBE Curriculum’ প্রশিক্ষণ কর্মশালা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি জাককানইবি তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে শুরু হয়েছে শীর্ষক দুই দিনব্যাপী ‘OBE

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৪ দফা দাবির পরিপ্রেক্ষিতে ‘জবি ঐক্য’ নামক একটি নতুন প্ল্যাটফর্মের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে

‘Setting Vision and Mission of the University & the POEs’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘Setting Vision and Mission of the University & the POEs’ শীর্ষক কর্মশালা

Scroll to Top