১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘OBE Curriculum’ প্রশিক্ষণ কর্মশালা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি

জাককানইবি তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে শুরু হয়েছে শীর্ষক দুই দিনব্যাপী ‘OBE Curriculum’ ( Outcome-Based Education Curriculum)প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (১২ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালাটি।আর এই কর্মশালাটি আয়োজন করে বিশবিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)।

জানা যায়,উক্ত কর্মশালায় সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণ নিয়ে সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে সেই জ্ঞান ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে পারলেই এই প্রশিক্ষণের সফলতা আসবে।”

উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্বে কাজের ধরণ প্রতিনিয়ত পরিবর্তীত হচ্ছে সেই পরিবর্তনের সাথে শিক্ষার্থীদের সিলেবাসেও পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের শিক্ষাপরবর্তী জীবনের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস তৈরি করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালা।”

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস. এম. কবির, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. ফারহীন হাসান এবং ওবিই সফ্টওয়্যার বিশেষজ্ঞ মো. ফারুক হোসাইন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন – আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top