১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১২টার কিছু আগে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি সেখানেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানীসহ মানিকগঞ্জ জেলায় বিভিন্ন হত্যা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ছিলেন এবং লোকগানের জন্য ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। সরকারবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি প্রকাশ্যে দেখা যাচ্ছিলেন না। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিও প্রকাশ করে ফের আলোচনায় আসেন।

ভিডিওটিতে দেখা যায়, তিনি একটি কক্ষে বসে মোবাইল ফোন হাতে নিয়ে গান গাইছেন—“আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?” গানটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

ডিবি জানায়, মমতাজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার তদন্ত চলছে। গত বছরের ২৩ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলায় মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ ১০৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলার পটভূমিতে ছিল বহু বছর আগে হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা।

এছাড়া ১০ অক্টোবর দায়ের হওয়া আরেকটি মামলায় মমতাজসহ ৩৭ জন পুলিশ সদস্য ও আরও অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে মমতাজকে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমের ৭ দিনের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফর

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি, আয়কর ও কাস্টমস ক্যাডারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: এদিন রাতেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছে, তবে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশে কোনো

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত

Scroll to Top