১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফর

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন।

প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছানোর পর, বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তার পর চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলাসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে, প্রধান উপদেষ্টা এই সফরে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা এবং ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।

এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে অধ্যাপক ইউনূস ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করবেন এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করবেন। তিনি সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন এবং দারিদ্র্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডি লিট ডিগ্রি প্রদান করবে।

সমাবর্তন শেষে, অধ্যাপক ইউনূস তার পৈতৃক বাড়ি হাটহাজারীর বাথুয়া গ্রামে যাবেন, যেখানে তিনি তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমের ৭ দিনের

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি, আয়কর ও কাস্টমস ক্যাডারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: এদিন রাতেই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করা হয়েছে, তবে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এই অধ্যাদেশে কোনো

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১২টার কিছু আগে রাজধানীর

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত

Scroll to Top