নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শন করবেন।
প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছানোর পর, বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তার পর চট্টগ্রাম সার্কিট হাউজে গিয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলাসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরের বিশাল জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে, প্রধান উপদেষ্টা এই সফরে বন্দরের চলমান কার্যক্রম, কর্মক্ষমতা এবং ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।
এছাড়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে অধ্যাপক ইউনূস ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করবেন এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করবেন। তিনি সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন এবং দারিদ্র্য বিমোচন ও বিশ্ব শান্তিতে অসামান্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডি লিট ডিগ্রি প্রদান করবে।
সমাবর্তন শেষে, অধ্যাপক ইউনূস তার পৈতৃক বাড়ি হাটহাজারীর বাথুয়া গ্রামে যাবেন, যেখানে তিনি তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করবেন।