৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাস-আল-খাইমাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে দুবাই কনসাল জেনারেলের বিনিয়োগ ও বাণিজ্য আলোচনা

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

সোমবার (১২ মে ২০২৫) রাস-আল-খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের উন্নয়ন কার্যক্রমে অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও রাস-আল-খাইমাহ ব্যবসায়ী প্রতিনিধিদের নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠায় চেম্বারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাস-আল-খাইমাহতে ব্যবসার নানা সম্ভাবনার বিষয় তুলে ধরে বাংলাদেশি ব্যবসায়ীদের স্থানীয় ট্রেড ফেয়ার ও সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানান।

এ সময় কনসাল জেনারেল রাশেদুজ্জামান বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালা ও সম্ভাবনাময় খাতসমূহ তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, পাটশিল্প, কৃষিজাত পণ্য এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে আমিরাতি বিনিয়োগ আহ্বান করেন।

তিনি রাস-আল-খাইমাহ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে থাকার জন্য চেম্বার কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরএকে চেম্বারের অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনমিস্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top