১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাস-আল-খাইমাহ চেম্বার চেয়ারম্যানের সঙ্গে দুবাই কনসাল জেনারেলের বিনিয়োগ ও বাণিজ্য আলোচনা

এম এম আবু বকর হারুন, আরব আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

সোমবার (১২ মে ২০২৫) রাস-আল-খাইমাহ চেম্বার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে চেয়ারম্যান মোহাম্মেদ আলী আল নুয়াইমি প্রবাসী বাংলাদেশিদের আমিরাতের উন্নয়ন কার্যক্রমে অবদানের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও রাস-আল-খাইমাহ ব্যবসায়ী প্রতিনিধিদের নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠায় চেম্বারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাস-আল-খাইমাহতে ব্যবসার নানা সম্ভাবনার বিষয় তুলে ধরে বাংলাদেশি ব্যবসায়ীদের স্থানীয় ট্রেড ফেয়ার ও সম্মেলনে অংশগ্রহণের অনুরোধ জানান।

এ সময় কনসাল জেনারেল রাশেদুজ্জামান বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতিমালা ও সম্ভাবনাময় খাতসমূহ তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের সিরামিক শিল্প, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, পাটশিল্প, কৃষিজাত পণ্য এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে আমিরাতি বিনিয়োগ আহ্বান করেন।

তিনি রাস-আল-খাইমাহ থেকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে থাকার জন্য চেম্বার কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আরএকে চেম্বারের অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল ড. আহমেদ রাশেদ আলশেমেইতি, সিনিয়র ইকোনমিস্ট আসেম বানি ফারেস, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়ন করবে ঐকমত্য কমিশন: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় সনদ প্রণয়ন করবে জাতীয় ঐকমত্য কমিশন। এ সনদ বাস্তবায়নে প্রতিটি রাজনৈতিক দলকে ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন

ঠাকুরগাঁও সীমান্তে ঘাস কাটতে বাধা: বিএসএফ জওয়ানের আঙুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের দুইটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক। এ

গাজীপুরে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণ, গ্রেফতার হিন্দু যুবক ঋত্বিক সাহা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের পূবাইলে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে ঋত্বিক সাহা (২০) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

১৯৭১-এর প্রতিশোধ: ভারতের বিরুদ্ধে পালটা হামলাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন শাহবাজ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্যকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে

Scroll to Top