১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ী‌তে ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতি‌নিধি 

রাজবাড়ী‌তে ২ দিনব‌্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার‌ (১৪ মে) বেলা পৌ‌নে ১১টার দি‌কে রাজবাড়ী জেলা প্রশাস‌নের আয়োজন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি যাদুঘরের তত্ত্বাবধান ও বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের সহ‌যো‌গিতায় অ‌ফির্সাস ক্লাবে ফিতা কে‌টে ও বেলুন উড়ি‌য়ে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী সভায় অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসি‌টি) শংকর চন্দ্র বৈদ‌্য এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী নবাগত পু‌লিশ সুপার মোঃ কামরুল ইসলাম সহ অ‌নে‌কে।

সভা শে‌ষে মেলায় স্থানপ্রাপ্ত স্টোলগু‌লো ও শিক্ষার্থী‌দের বিজ্ঞান ভি‌ত্তিক আবিষ্কৃত প্রজেক্ট প‌রিদর্শন ক‌রেন অ‌তি‌থিরা। মেলায় ৩৫ টি স্টো‌লস্থান পায়। এতে বিজ্ঞা‌নের নতুন নতুন উদ্ভাবনী বি‌ভিন্ন বিষয়ে তু‌লে ধ‌রেন শিক্ষার্থীরা।

এছাড়া মেলায় আগত শিক্ষার্থী‌দের বি‌নোদ‌নের মাধ‌্যমে বিজ্ঞা‌নের সা‌থে প‌রি‌চিত কর‌তে জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি যাদুঘরের এবং বিজ্ঞান ও প্রযু‌ক্তি মন্ত্রণাল‌য়ের থে‌কে ভ্রাম‌্যমান বিজ্ঞান প্রদর্শণীর জন‌্য আনা হ‌য়ে‌ছে দুই বাস। এই বা‌সের এক‌টি‌তে বিজ্ঞা‌ন ভি‌ত্তিক উদ্ভাব‌নের বিভিন্ন প্রদর্শণী ও অন‌্যটি‌তে চল‌ছে বিজ্ঞা‌নের ফো‌র‌ডি মু‌ভি প্রদর্শণ ।

আগামীকাল বৃহস্পতিবার মেলার শেষ দি‌নে র‌য়েছে অ‌লি‌ম্পিয়াড ও কু্ইজ প্রতি‌যো‌গিতা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুট মিলের শ্রমিকের মৃত্যু, আহত-২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আল আমিন সরদার (২২) নামে এক জুট মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর

শিবগঞ্জে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, মোবারকপুর, মনাকষা, দুর্লভপুর, পাঁকা, চককির্তী ও দাইপুকুরিয়া ইউনিয়নের ১৭ টি অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিভিন্ন জাতের বোরোধান চাষে কৃষকের মুখে হাসি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাঠগুলোতে নতুন নতুন জাতের ধান চাষাবাদে কৃষকের মুখে হাসি দেখা গেছে। গত বছর পরিক্ষামূলক বেশকিছু নতুন জাতের

রেভিনিউ টিকেটের নামে শ্রমিক প্রতি ৫০ টাকা নিচ্ছেন এলজিইডি’র সিও

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ অবকাঠামো মেরামত, সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষন কাজে নিযুক্ত নারী শ্রমিকের কাছ থেকে রেভিনিউ টিকেট ক্রয় ও ট্রেজারী

Scroll to Top