১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তাজমিন, রিনি

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমানকে সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুমতাহিনা রিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ মে) সকাল ১০ টায় খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ অধ্যাপক মো.আশেক রায়হান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ খোদেজা খাতুন।

নবগঠিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষোর মোছাঃ শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের কাজী ফাতেহা আসমিয়া আর্দি, বিতর্ক গবেষণা সম্পাদক হিসেবে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের নাহিদা সুলতানা উর্মি।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের তাহিরা আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের রুনা লায়লা এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের রিয়া আক্তার রুমা।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মুমতাহিনা রিনি বলেন, “আমি সবার কাছে দোয়া চাই। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির মেয়েরা যেন দেশ সেরা বিতার্কিক হিসেবে গড়ে উঠতে পারে এবং খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি যেন আরো খ্যাতি ও সুনাম অর্জন করতে পারে সেই কামনা করি।”

সভাপতি তাজমিন রহমান বলেন, “ডিবেটের সাথে পথচলা শুরু হয় ২০১৩ থেকে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে নিংড়ে দেয়ার চেষ্টা করবো। এছাড়া আর্থিক সমস্যা দূরীকরণে এলামনাইদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা হবে, সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে এবং শিক্ষার্থীদের বই বিমুখতা বন্ধ করতে ক্যাম্পাসে বই বিতরণ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিতার্কিক তৈরি করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঈদুল আজহা উপলক্ষে বাকৃবিতে ১৪ দিনের ছুটি ঘোষণা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো.

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সকালে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “এডামস” এর নেতৃত্বে মওলা ও মুগ্ধ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সংগঠন “অ্যাসোসিয়েশন অব ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট স্টুডেন্টস”-এর বার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত

ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

রাকিব হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার মৃত্যুকে ঘিরে রাত

Scroll to Top