১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবির ০২ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী—নাট্যকলা বিভাগের ১৫তম আবর্তনের জর্জিস আনোয়ার নাইম এবং ১৪তম আবর্তনের মারজান আক্তার।

জর্জিস আনোয়ার নাইম পুরুষদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে এবং মারজান আক্তার নারীদের -৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে গত ৯ থেকে ১১ মে পর্যন্ত ঢাকার মিরপুরে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং সার্ভিসেস সংস্থাসহ মোট ৮৭টি দলের ৭৪০ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ২১টি ওজন শ্রেণিতে পুরুষ ৫১৭ জন এবং নারী ২২৩ জন প্রতিযোগিতা করেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেন ২৬১ জন ম্যানেজার ও কোচ এবং ৮০ জন রেফারি ও জাজ।

নিজের অনুভূতি জানিয়ে জর্জিস আনোয়ার নাইম বলেন, “প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া। এর আগে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা এবং বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। কিন্তু ২৮তম জাতীয় প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করায় আমি ১৯তম এশিয়ান গেমসের জাতীয় দলে সুযোগ হারাই। সে সময়ে খুব হতাশ ছিলাম, কিন্তু কখনো আশা ছাড়িনি। প্রতিদিন কঠোর অনুশীলন করতাম, আর মনে মনে পড়তাম—‘হাসবুনাল্লাহু ওয়া নি’আমাল ওয়াকিল’। আল্লাহ আমাকে ফের এই স্বর্ণপদক দিয়ে সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমার এই অর্জনের পেছনে রমজান ওস্তাদের অবদান অনস্বীকার্য। প্রথম জাতীয় প্রতিযোগিতা থেকে শুরু করে এবারের জয়—সবখানেই তিনি আমার পাশে ছিলেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অন্যদিকে, মারজান আক্তার বলেন,“হয়তো এটাই আমার শেষ প্রতিযোগিতা। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, জানি না টিমে আর থাকতে পারব কিনা। খেলাকালীন অনেক আঘাত পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করতে পেরেছি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

একদিনের সফরে উন্নয়ন, স্মৃতি আর দায়িত্বের বার্তা রেখে গেলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ❝চট্টগ্রাম সফরে লাল গালিচা নয়, কাঠের চেয়ারে বসেই উন্নয়ন বার্তা দিলেন অধ্যাপক ইউনূস। কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর, নতুন হাসপাতাল, বন্দর আধুনিকায়ন ও

নান্দাইলে ১১ বছরের নাতনীকে পাটক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের নান্দাইলে ১১ বছর বয়সের এক নাতনীকে পাট ক্ষেতে নিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম হোসেন নামে এক প্রতিবেশী

জবির লং মার্চে উপাচার্য ও কোষাধ্যক্ষ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি ০৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থিত হয়েছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

চট্টগ্রাম বন্দরই দেশের অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই বন্দর সেরা না হলে দেশের অর্থনীতিও সেরা হবে

Scroll to Top