২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁও সীমান্তে ঘাস কাটতে বাধা: বিএসএফ জওয়ানের আঙুল বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যের দুইটি আঙুল বিচ্ছিন্ন করেছেন এক বাংলাদেশি কৃষক। এ ঘটনায় ওই কৃষককে আটক করেছে বিএসএফ।

বুধবার (১৪ মে) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রতিদিনের মতো কয়েকজন বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাধা দেওয়ার পর এক বাংলাদেশি কৃষক ক্ষিপ্ত হয়ে নিজের কাছে থাকা ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানের হাতে আঘাত করেন। এতে ওই জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আকস্মিক এই হামলায় অন্য বিএসএফ সদস্যরা হতবিহ্বল হয়ে পড়েন।

ঘটনার পর তিনজন বাংলাদেশি দ্রুত নিজ সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত কৃষককে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। বর্তমানে তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল তানজির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আশা করছি, খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।”

এই ঘটনা নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top