১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শনে ডিসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বৃহস্পতিবার (১৫ মে) নীলফামারীর ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি উদয়নপাড়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্হিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, ইসলামিক ফাউন্ডেশনে, উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, পরিদর্শক মাসুদ রানা, তৌহিদুল ইসলাম, এমতাজ আলী, ছাইফুল আলম প্রমূখ।

ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা যায়, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়ে ৭ম পর্যায় (৩১.১২.২০২৪ খ্রি.) পর্যন্ত অত্যন্ত সফলতা ও সুনামের সাথে সারা দেশব্যাপী ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্র ও ২ হাজার ৫০টি রিসোর্স সেন্টারের মাধ্যমে সমাপ্ত হয়েও বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি জাতীয় শিক্ষানীতির আলোকে সারা দেশের মসজিদ অবকাঠামো ব্যবহার করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদেরকে বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান করে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, কিশোর-কিশোরী ও বয়স্কদের পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বেকার নারী ও পুরুষের দারিদ্র্যতা দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীদের শতভাগ উপস্হিতি এবং শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশসহ ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, এই কার্যক্রম গ্রামের ছোট ছোট শিশুদের স্কুলগামী করার জন্য প্রস্তুত এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার জন্য কার্যকরী ভূমিকা পালন করে আসছে।

জেলা প্রশাসক আরো বলেন এই কার্যক্রম সরকারের একটি সফল প্রকল্প হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। নতুন প্রজন্মের নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ বিকাশে এই প্রকল্প আরো সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে আধুনিক অফিস ব্যবস্থাপনা ও বাজেট প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কবি নজরুল মিলানায়তনে ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হলো “অফিস ব্যবস্থাপনা ও ইউনিয়ন বাজেট প্রণয়ন”

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন-ইউএনও

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে

নারী কমিশন বাতিলের দাবিতে ছাত্রী কাফেলার মানব বন্ধন

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: নারী কমিশন বাতিলের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানব বন্ধন করা হয়েছে। আজ বুধবার উপজেলার মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ

শিক্ষিকা লতিফা আক্তারের বিরুদ্ধে ‘উদ্ধত আচরণ’

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চেয়ার তুলে’ ও ’স্যান্ডেল উঁচিয়ে’ মারতে উদ্যত হওয়ার অভিযোগ উঠেছে ওই

Scroll to Top