১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মোবাইল ইন্টারনেটের মূল্য না কমালে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিশেষ সহকারী ফয়েজ আহমদের

নিজস্ব প্রতিবেদক:

মোবাইল অপারেটরদের নানা সুযোগ-সুবিধা দেওয়া সত্ত্বেও ইন্টারনেটের দাম কমছে না—এমন অভিযোগ তুলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

বৃহস্পতিবার (১৫ মে) আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ বলেন, “মোবাইল অপারেটররা নানা সুযোগ-সুবিধা পাওয়ার পরও ইন্টারনেটের মূল্য কমাচ্ছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সরকার কঠোর অবস্থানে যাবে। অপারেটরদের সেবার মান, বকেয়া পাওনা এবং অন্যান্য সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে।”

টেলিটকের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ আনতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। স্টারলিংকের পর স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দিতে আরও কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে, বুধবার (১৪ মে) সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্কে প্রায় ৪০ মিনিটের মতো ব্ল্যাকআউট হয়। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, “এই বিভ্রাটের বিষয়ে গ্রামীণফোনের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

ফয়েজ আহমদের এই কঠোর হুঁশিয়ারির পর মোবাইল অপারেটরদের মূল্য কমানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। একইদিন উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে হামলায় আরও ১৫ জন

ইউক্যালিপটাস ও আকাশমনি চারা রোপণ ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য উপদেষ্টার দিকে বোতল নিক্ষেপ: ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থী ইশতিয়াক হুসাইন

নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে সেখানে তার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনা

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপি নেতা ফজলুর রহমানের বিতর্কিত ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা

Scroll to Top