নিজস্ব প্রতিনিধি:
এখনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আনুষ্ঠানিক অভিষেক হয়নি ফাহমিদুল ইসলামের। তবে এর আগেই দেশের ফুটবলপ্রেমীদের কাছে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। বিশেষ করে গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা পাননি এই ইতালি-প্রবাসী ফুটবলার। সেই সময় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ফুটবল অঙ্গনে।
ফুটবলপ্রেমীদের জন্য এবার এলো সুখবর। আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দলের ক্যাম্পে আবারও ডাক পেয়েছেন ফাহমিদুল। তার ক্লাব ওলবিয়া ক্যালসিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।
ফাহমিদুল বর্তমানে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন। ক্লাবটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে এক পোস্টে লিখেছে, “ফাহমিদুল ইসলাম আবারও বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। আমাদের পক্ষ থেকে শুভকামনা।”
আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ৪ জুন অনুষ্ঠিত হবে একটি প্রীতি ম্যাচ। প্রস্তুতির অংশ হিসেবে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।
ভারতের বিপক্ষে ম্যাচে সুযোগ না পেলেও হাল ছাড়েননি ফাহমিদুল। তিনি জানিয়েছিলেন, নিজেকে প্রমাণের জন্য প্রস্তুত আছেন এবং সুযোগের অপেক্ষায় আছেন। এবার সেই কাঙ্ক্ষিত সুযোগ তার সামনে। এবার কি বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন ফাহমিদুল? সময়ই এর উত্তর দেবে।
দেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা, এই ইতালি-প্রবাসী প্রতিভাবান ফুটবলার বাংলাদেশ দলের হয়ে তার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।