২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা এক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। শুক্রবার বিকালে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসান আলী শেখ (৫৫) ও ঢাকা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন ওরফে জিহাদ (২৫)। হাসান আলী শেখের বাড়ি সীমাবাড়ি ইউনিয়নের কালিয়াকৈর পাঁচবাড়িয়া গ্রামে।

আর জোবায়ের হোসেনের বাড়ি গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা মামলার (মামলা নম্বর-১২, জিআর-৩১৮/২০২৪) তদন্তে তাদের নাম উঠে আসে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারা উল্লেখ রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top