গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-রামপুর সড়কের বলদকুঁড়া এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছন থেকে আখতারুল হক (৪০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন।
১৮ মে (রবিবার) সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ফার্মটি গত ১২ বছর ধরে ভাড়ায় পরিচালনা করছেন মোর্শেদ আলম। সকাল সাড়ে ৯টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান। এ সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মোর্শেদ আলমকে ফোনে বিষয়টি জানান।
ফার্মের মালিক মোর্শেদ আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি, আমার কর্মচারী আখতার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমি তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”
খবর পেয়ে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান।
ওসি জাকির হোসেন জানান, “লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।”
এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, “ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্বসহকারে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।