১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের কালিহাতীতে লেয়ার মুরগি ফার্মের পেছনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-রামপুর সড়কের বলদকুঁড়া এলাকায় একটি লেয়ার মুরগি ফার্মের পেছন থেকে আখতারুল হক (৪০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখতারুল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ফার্মে কর্মরত ছিলেন।

১৮ মে (রবিবার) সকালে ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, ফার্মটি গত ১২ বছর ধরে ভাড়ায় পরিচালনা করছেন মোর্শেদ আলম। সকাল সাড়ে ৯টার দিকে ফার্মের জমির মালিক সুরুজ্জামান মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে পেছনের দিকে যান। এ সময় ড্রেনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে মোর্শেদ আলমকে ফোনে বিষয়টি জানান।

ফার্মের মালিক মোর্শেদ আলম বলেন, “খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি, আমার কর্মচারী আখতার ড্রেনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমি তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানাই।”

খবর পেয়ে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছান।

ওসি জাকির হোসেন জানান, “লাশের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র যাচাই করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

এএসপি আব্দুল্লাহ আল ইমরান বলেন, “ঘটনাটিকে আমরা একটি পরিকল্পিত হত্যা হিসেবে গুরুত্বসহকারে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তাড়াশে বিএনপি নেতার বিরুদ্ধে ১২ লাখ টাকার মাছ চুরির অভিযোগে পি বি আই’য়ের চার্জশিট

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সিঙ্গার পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে মোঃ শাহিন আলম উকিলের বিরুদ্ধে

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুহিন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়েছেন তার ভাগ্নে

রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রজেক্ট , ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিদেশ ফেরত অভিবাসীদের সচেতনতা আনয়নে স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন

নীলফামারীতে ইপিজেড কর্মীর রহস্যজনক মৃত্য

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সুমি রানী রায় (১৩) নামে এক ইপিজেড কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৮মে) দুপুরের দিকে উপজেলার

Scroll to Top