নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯২৫ জন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত, বাকিরা অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিবৃতিতে জানান, চলমান এই বিশেষ অভিযান আরও জোরদার থাকবে এবং অপরাধ দমনে নিয়মিতভাবে পরিচালিত হবে।
রাজধানীর মোহাম্মদপুরে চালানো পৃথক অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম-আকাশ (১), কাশেম, রাব্বি, সজীব, মাহাবুল, সিয়াম, শাহরিয়া, শাহাদাত, আলম, তুহিন, আকাশ (২), সুজন, এমদাদুল, সাব্বির ও ফরহাদ।
এছাড়া, ঢাকার আদাবর থানা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপি। অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসান। তিনি জানান, আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ ও সুনিবিড় হাউজিং এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন (১), মো. স্বপন (২) এবং সালাম ওরফে সুমন।
পুলিশ জানিয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।