২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ভিসা মেয়াদোত্তীর্ণ হলে আরোপিত হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

 

নিজস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, ভিসার অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে স্থায়ীভাবে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র বা পর্যটক ভিসায় অবস্থান করছেন, তাদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। সময়সীমা অতিক্রম করলে শুধু দেশত্যাগে বাধ্য করা হবে না, বরং ভবিষ্যতের জন্য তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি নতুন কোনো বিষয় নয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন ইস্যুকে গুরুত্বের সঙ্গে দেখেছে। ট্রাম্প তার শাসনামলের শুরুতেই নির্বাহী আদেশের মাধ্যমে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। এমনকি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী, যা দেশটির মাটিতে জন্মগ্রহণকারী সবাইকে নাগরিকত্ব দেয়—সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন তিনি। যদিও সংশোধনী বিরোধী পদক্ষেপগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবুও প্রশাসন অবৈধ অভিবাসীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে এবং স্বেচ্ছায় দেশে ফেরার ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে।

নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানকারী বিদেশিদের ফেডারেল সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। এ নিয়ম না মানলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশঙ্কা রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নিকুসর ড্যান রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী

নিজস্ব প্রতিবেদক: রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয়ী হয়েছেন রাজধানী বুখারেস্টের বর্তমান মেয়র ও ইউরোপপন্থী নেতা নিকুসর ড্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:   যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার দেহে ক্যানসারের একটি আক্রমণাত্মক ধরন শনাক্ত হয়েছে, যা ইতিমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে

দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ মোড়

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার (১৯ মে) দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের পর এ সফরকে দক্ষিণ

গাজায় ইসরাইলের তীব্র হামলায় একদিনেই নিহত ১৫১ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী হামলার মাত্রা আরও বাড়িয়েছে। রোববার দিনভর চালানো অভিযানে উপত্যকাটিতে অন্তত ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা

Scroll to Top