কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
অনারারি ক্যাপ্টেন (অবঃ) আবুল কাসেমকে সভাপতি এবং সার্জেন্ট (অবঃ) মোঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ-এর ১০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৬ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে যাঁরা নির্বাচিত হয়েছেন:
সহ-সভাপতি: ১. সার্জেন্ট (অবঃ) মোঃ ইয়াছিন মোল্লা
২. সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোমতাজ উদ্দিন
৩. পেটি অফিসার (অবঃ) আশরাফুল আলম
৪. সার্জেন্ট (অবঃ) জহির আহমেদ
৫. সার্জেন্ট (অবঃ) আব্বাস উদ্দিন
৬. সার্জেন্ট (অবঃ) বাদশা মীর
৭. সার্জেন্ট (অবঃ) রাশেদ মেনন
৮. সার্জেন্ট (অবঃ) শাহজাহান
৯. সার্জেন্ট (অবঃ) এস এম সাহাদাত হোসেন
১০. সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) দাউদুজ্জামান
১১. পেটি অফিসার (অবঃ) কামাল হোসেন
যুগ্ম সাধারণ সম্পাদক:
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সার্জেন্ট (অবঃ) গোলাম কিবরিয়া
যুগ্ম সম্পাদক: সার্জেন্ট (অবঃ) কাজী রিয়াজুল ইসলাম ও সার্জেন্ট (অবঃ) কাজী শামসুদ্দিন
সাংগঠনিক সম্পাদক:
সার্জেন্ট (অবঃ) ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ
অন্যান্য সম্পাদকবৃন্দের মধ্যে রয়েছেন:
সার্জেন্ট (অবঃ) শামসুজ্জামান, সার্জেন্ট (অবঃ) আব্দুল বাকী, সার্জেন্ট (অবঃ) মেহেদী হাসান, সার্জেন্ট (অবঃ) একরামুল হক, পেটি অফিসার (অবঃ) এনামুল হক, সার্জেন্ট (অবঃ) শাহাদাত, সার্জেন্ট (অবঃ) জহুরুল হক সরদার, সিনিঃ ওয়ারেন্ট অফিসার (অবঃ) দাউদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, নবনির্বাচিত এই কেন্দ্রীয় কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অঙ্গীকারাবদ্ধ। সভায় সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।