নিজস্ব প্রতিবেদক:
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন ইকরামুল হাসান শাকিল। তবে অন্যদের তুলনায় তিনি একেবারেই ব্যতিক্রমী এক কীর্তির জন্ম দিয়েছেন—সমুদ্রপৃষ্ঠ থেকে হেঁটে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন এ তরুণ পর্বতারোহী।
৮৪ দিনে কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট—বিশ্বে এমন নজির আর কারো নেই।
এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য সাদিয়া সুলতানা শম্পা। তিনি জানান, শাকিল এভারেস্টের ক্যাম্প-৪ এ সফলভাবে ফিরে এসেছেন। যদিও এখনো পর্যন্ত তার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি, তবে সংশ্লিষ্ট পর্বতারোহণ কোম্পানি তাদের শাকিলের সফল আরোহণের খবর জানিয়েছে।
১৩০০ কিমি পথ পাড়ি, সময় মাত্র ৮৪ দিন
গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে ‘সি টু সামিট’ অভিযানে যাত্রা শুরু করেন শাকিল। বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় ১৩০০ কিলোমিটার দুর্গম পথ হেঁটে জয় করেন ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট চূড়া।
এই পথে তিনি কেবল সাহস ও সংকল্প নিয়েই অগ্রসর হন, কোনো দ্রুতগামী পরিবহনের সাহায্য ছাড়াই।
এই অর্জনের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ান পর্বতারোহী টিম ম্যাকার্টনি-স্নেপের ১৯৯০ সালের বিশ্বরেকর্ডও ভেঙে দেন। ম্যাকার্টনি ভারতের গঙ্গাসাগর থেকে হেঁটে ৯৬ দিনে প্রায় ১২০০ কিমি অতিক্রম করে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল সময় কম নিয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
অভিযানের পেছনের গল্প
ইকরামুল হাসান শাকিল ২০১৩ সালে কলকাতা থেকে ঢাকায় পায়ে হেঁটে পৌঁছে আলোচনায় আসেন। এরপর তিনি বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে যোগ দেন এবং ভারতে প্রাথমিক পর্বতারোহণের প্রশিক্ষণ নেন। ২০১৫ সালে এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশের প্রথম ২০ হাজার ফুট উচ্চতার কেয়াজো-রি পর্বত অভিযানেও তিনি অংশ নেন।
বাংলাদেশি এভারেস্টজয়ীদের তালিকায় শাকিল সপ্তম
ইকরামুল হাসান শাকিলের আগে এভারেস্ট জয় করেছেন:
- মুসা ইব্রাহিম
- নিশাত মজুমদার
- এম এ মুহিত
- ওয়াসফিয়া নাজরীন
- খালেদ হোসেন
- বাবার আলী
তবে শাকিলের মতো ‘সমুদ্র থেকে চূড়া’ জয় করে কেউই বিশ্বরেকর্ড গড়তে পারেননি। এখন সবার একটাই প্রার্থনা—শাকিল যেন নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন।
শাকিলের আপডেট পেতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে তার নিজস্ব ফেসবুক পেজ অনুসরণ করতে। এই অসাধারণ কীর্তি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।