মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুব ১নং ওয়ার্ডের বৃদ্ধ অজুফা খাতুনকে জমিজমার বিরোধের জেড়ে আহত করার অভিযোগ কবির গংদের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) সকালে নিজ বাড়ির সামনে আহত করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ করেন বৃদ্ধ নারী।
কেঁদে কেঁদে কিল গুসির বর্ণনা দিচ্ছেন ৭০ বছরের এই অসহায় বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা নিজে ভিক্ষাবৃত্তি করে দিন পার করছেন, এরই মধ্যে সম্পর্কে বিয়াই তার থেকে ১৯২০ সালে এক একর জমি ক্রয় করে সেই সময়, পরে ওয়ারিশ সূত্রে নানার দিকেও কিছু জমি তাদের কাগজে কলমে থাকলেও দখল করে খাচ্ছে এলাকার প্রভাবশালী মহল কবির গংরা।
তাকে এমনভাবে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে কাপড় খুলে দেখাতোও পারছে না। সমস্ত শরীরে আঘাত করে রাস্তায় রেখে যান কবির গংরা।
বৃদ্ধের ছেলে বাবুল জানান এ জমি আমার তালই ১৯২০ সালে ক্রয় করেছে। এছাড়া আমরা ওয়ারিশ সূত্রে ৩৩ জমির মালিক হয়েছি।
কিন্তু কবির গংরা জোরপূর্বক আমাদের জমিন দখল করে খাচ্ছেন। আমরা অশিক্ষিত ও আর্থিক অসচ্ছল থাকার কারণে আমরা আমাদের পাওনা বুঝে নিতে পারছি না।
এর আগে এই জমিকে কেন্দ্র করেই আমার বোনকে বিদায় দিতে হয়েছে, সে সময় চেয়ারম্যান জোবায়ের মিয়ার মধ্যস্থতায় মামলার দিকে যেতে বাঁধা দিয়ে কিছু টাকা পয়সা দিতে সাময়িক মিমাংসা করে দেয়। তবে তার রেশ এখনও রয়ে যায় জমি জমা দখল নিয়ে। আজও আমার মাকে মেরেছে এখন আমার মা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ কবির জানান,এ ঘটনার সাথে তিনি জড়িত ছিল না। জমি সংক্রান্ত বিরোধ চলছে সালিশ বিচারের মাধ্যমে সমাধান হবে।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এর কাছে এই অমানবিক নির্যাতনের কথা জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।