মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
আপনারা অতীতে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি। গণসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। দীর্ঘদিন পরে নিজ এলাকায় এসে আপনাদের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’
সোমবার (১৯ মে) দিনব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তিনি। এসময় তুহিনের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিণী তামান্না ইয়াসমিন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘মহান আল্লাহতালা একজনকে সম্মানিত করেছেন। আরেক জনকে তিরস্কার করে তার পুরো পরিবারকে দেশছাড়া করেছেন। আপনারা দেখেছেন আমাদের অনেক নেতাকর্মীদের উপর কারা নিপীড়ন চালিয়েছে।’
প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তুহিন। এরপর তিনি দেশে আসতে চাইলে আওয়ামী লীগ সরকারের বাধার কারণে দেশে ফিরতে পারেন নি। দীর্ঘ ১৮ বছর তিনি দেশের বাহিরে থাকার পর গত ২২ এপ্রিল এমপি তুহিন দেশে ফিরেন।