২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজীপুরে বেইস ফ্যাশনস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, উত্তাল শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান, যা পূর্বে কোনোভাবে জানানো হয়নি।

কারখানা হঠাৎ বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা গাজীপুরা-সাতাইশ সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানার সামনের সড়কে অবস্থান নিতে বাধ্য করে। এসময় টঙ্গী পশ্চিম থানা, শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বেইস ফ্যাশনসে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত। গত ১৮ মে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে পরদিন, সোমবার, শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরে রাতেই কর্তৃপক্ষ কারখানার ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ নোটিশ টানিয়ে দেয়।

ঘটনার বিষয়ে কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, “আমার কারখানায় কোনো শ্রমিকের বেতন-ভাতা বকেয়া নেই।”

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

উল্লেখ্য, শ্রমিকদের দাবি ও পরিস্থিতি বিবেচনায় দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

তজুমদ্দিনে পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুকে ৭ ঘন্টা পর উদ্ধার

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত ৭ বছর বয়সের এক ছেলে শিশু পুকুরের পানিতে ডুবে যায়। (২০ মে)

গঙ্গাচড়ায় নারীদের স্বাস্থ্য সচেতনতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে ওয়ার্কশপ

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি: ২০ মে ২০২৫, মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইয়ুথ এন্ডিং হাঙ্গার সাংগঠনিক জেলার আয়োজনে গংগাচড়া আদর্শ হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো

‘ছেলের গলাকাটা ছবিটা দেখলে কলিজা আর মানে না’ ১২ বছরেও গ্রেপ্তার হয়নি ফারুক হত্যার আসামিরা: ফাঁসির রায় কার্যকর হয়নি

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: “আমার ছেলের গলাকাটা ছবিটা দেখলে কলিজা আর মানে না, নিজেকে সামলাতে পারি না। খুনিরা ভালোই আছে, আমি হইলাম ছেলে

সান্তাহারে মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন গ্রেফতার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-নওগাঁ মহা সড়কে যাত্রীবাহি বাস তল্লাশি করে চার কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার (১৯ মে)

Scroll to Top