২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাথে চুক্তি স্বাক্ষর

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালযয়ে( ইবি) একটি ইনডোর টাইপ ১০/১৪ এমভিএ ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র (সাবস্টেশন) নির্মাণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে সমিতির জেনারেল ম্যানেজার ইসমাত কামাল আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী সহ বিশ্ববিদ্যালয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরে উপকেন্দ্র নির্মাণের জন্য প্রায় ৪০ শতাংশ জমি ব্যবহার করতে দেবে, যা বিনামূল্যে প্রদান করা হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া অংশে ইনডোর সাবস্টেশন নির্মাণ করবে।

এছাড়া ও পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব অর্থায়নে বটতৈল গ্রীড উপকেন্দ্র হতে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ করবে।

সাবস্টেশন পরিচালনার জন্য নির্ধারিত ভূমিতে প্রয়োজনীয় অবকাঠামো ছাড়া কোনো স্থায়ী বা অস্থায়ী নির্মাণ করা যাবে না। এছাড়া বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত সকল ইকুইপমেন্ট, লাইন ও ব্যবস্থাপনার দায়িত্বও পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব অর্থে সম্পন্ন করবে এবং চুক্তি অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে প্রয়োজন অনুযায়ী ১১ কেভি, ০.৪ কেভি ও ০.২৪ কেভি লাইন নির্মাণ এবং প্রাইমারী মিটারিং ইউনিট স্থাপনের খরচ বহন করবে।

পল্লী বিদ্যুৎ সমিতি অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়কে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। তবে উপকেন্দ্রের বিদ্যুৎ ক্ষমতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণের পর পার্শ্ববর্তী এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে সমিতি।

উপকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি বা তাদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অভ্যন্তরীণ রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত ও সংশোধিত রেট সিডিউল অনুযায়ী ব্যবহৃত বিদ্যুতের বিল পরিশোধ করবে।

এই চুক্তির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পটুয়াখালী ভার্সিটিতে, উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর আয়োজনে মঙ্গলবার (২০ মে ২০২৫)

শাকিল-অনিকের নেতৃত্বে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামে দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই

ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব শুরু, থাকছে লাখ টাকার পুরস্কার

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ শুরু হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত

বাকৃবিতে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের খালি জায়গায় ৮৬৯ টি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়

Scroll to Top