১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব শুরু, থাকছে লাখ টাকার পুরস্কার

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ শুরু হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে আয়োজিত বিজ্ঞান উৎসবে থাকছে লাখ টাকার পুরস্কার।

গতকাল (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্ট-এর মাধ্যমে এ বিজ্ঞান উৎসব শুরু উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান। প্রথম দিনে ২১ টি দলে মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত প্রোগ্রামিং এ ইবিয়ান-সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, লালন কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২০ মে) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব এবং স্টল ভিজিট কর্মসূচি রাখা হয়েছে। দুপুর ১১টা থেকে ১২ টা পর্যন্ত ইবনে সিনা ভবনের ১০২ নং রুম এবং ফলিত রসায়ন ভবনের ১৪০ নং রুমে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির শিক্ষার্থী এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্কুল পর্যায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব আয়োজিত হচ্ছে। এর মধ্যে প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে।

তৃতীয় দিনের মতো আগামীকাল (২১ মে) থাকছে প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার রাখা হয়েছে বলে জানান সংগঠনটি।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক; সরকার দেখুক; তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top