২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির অভিযোগে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংবাদ সম্মেলন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম সোহাগের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় একদল সুবিধাবাদী যুবদল নেতা মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে আজ মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১টায় নগরীর দেয়ানহাটস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাতুল ইসলাম বলেন, “আবদুল্লাহ আল ইসলাম সোহাগ একজন পরীক্ষিত ইসলামী আন্দোলনের সৈনিক। তার নামে যে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। যুবলীগের কর্মী সাজিয়ে, যুবদলের কিছু নেতা সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, সংবাদ সম্মেলন ও অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি বলেন, “গত ৫ মে মুরাদপুরে একটি ভিন্ন সংগঠনের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সোহাগ ও তার বাবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ওই ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা সোহাগের কোনো সম্পৃক্ততা নেই। এটি প্রশাসনের দুর্বলতা এবং একটি মহলের ইন্ধনে ঘটেছে।”

সংবাদ সম্মেলনে জান্নাতুল ইসলাম আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথের সংগ্রামী দল। আমাদের নেতাকর্মীরা বৈষম্যহীন, সুদ-ঘুষমুক্ত বাংলাদেশ গড়তে আমিরের নির্দেশে কাজ করে যাচ্ছে। আমরা এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে নগর ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top