নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ব্রামফন্টেইনে অবস্থিত সাংবিধানিক আদালত প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের প্রধান বিচারপতি একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নিজ নিজ দেশের বিচার বিভাগের অভিজ্ঞতা ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও গতিশীলতার লক্ষ্যে ঘোষিত রোডম্যাপ এবং তার আওতায় নেওয়া পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি তিনি মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের অভিজ্ঞতা এবং সাংবিধানিক প্রশ্নগুলোর সমাধানে সে দেশের আদালতের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।
উল্লেখ্য, এই সফরে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সফরের অন্যতম উদ্দেশ্য হলো দক্ষিণ আফ্রিকায় গঠিত ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতা অর্জন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।