মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে দলটির নেতা-কর্মীরা।
এনসিপি কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ তার বক্তব্যের বলেন, নতুন ভাবে, নতুন করে নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা হোক। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলে আসছেন। একটি রাজনৈতিক দল বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আজকে বড় বড় কথা বলছে। গত ১৫-১৬ বছরের স্বৈরাচার সরকারকে আন্দোলন করে যারা ক্ষমতাচ্যুত করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? তারা কারো কথায় দুর্বল হয়ে যাবে না। প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব তারপরও অন্যায়ের কাছে মাথা নত করব না।
এ সময় আরো বক্তব্য রাখেন এনসিপি প্রতিনিধি পল্লবী থানা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, রমনা থানা প্রতিনিধি ইসরাত জাহান, মিরপুর মডেল থানা প্রতিনিধি সাইফুল ইসলাম, উত্তরা উত্তর-পূর্ব থানা প্রতিনিধি ফাহিম সরকার, হাতিরঝিল থানা প্রতিনিধি জিয়াউল হুদাসহ আরো অনেকে।