২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মানবিক করিডর নিয়ে যে প্রচার চলছে তা গুজব: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ‘মানবিক করিডর’ দিয়েছে—এমন তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ কারো সঙ্গে আলোচনা করেনি।

তিনি বলেন, “বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘ একটি চ্যানেল তৈরির প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশ বিবেচনা করছে। কিন্তু কোনো ধরনের মানবিক করিডর নিয়ে আলোচনা হয়নি, কারণ যার অস্তিত্বই নেই তা নিয়ে কথা বলার প্রশ্ন ওঠে না।”

নিরাপত্তা উপদেষ্টা বলেন, “জাতিসংঘের সহযোগিতায় রাখাইনে ত্রাণ পাঠানোর বিষয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। দ্ব্যর্থহীনভাবে বলছি, আমরা করিডর নিয়ে কারো সঙ্গে কথা বলিনি, এবং বলবও না।”

তিনি আরও জানান, করিডরের কোনো প্রয়োজন নেই, বরং প্রয়োজন হচ্ছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। বিষয়টি এখনো বিবেচনার স্তরে পৌঁছায়নি, তবে হলে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরাকান আর্মি এবং আন্তর্জাতিক সম্মেলন প্রসঙ্গে
আরাকান আর্মির ‘এথনিক ক্লিনজিং’ নীতির প্রতি ইঙ্গিত করে খলিলুর রহমান বলেন, “যদি তারা এমন পলিসি নেয়, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের বাণিজ্য বা সম্পর্ক থাকবে না।”

তিনি জানান, জাতিসংঘ আগামী ৩০ সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের আয়োজন করবে, যেখানে ১০৬টি দেশ অংশগ্রহণ করবে। এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেনাবাহিনী ও আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে মন্তব্য
প্রেস ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের মধ্যে কোনো মতপার্থক্য নেই। সবাই এক প্ল্যাটফর্মে কাজ করছে।”

তিনি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের চাপ প্রসঙ্গে বলেন, “আমরা কোনো দেশের চাপের মধ্যে নেই। বাংলাদেশ তার নিজস্ব নীতিতে অটল রয়েছে। প্রত্যাবাসনের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করব না। আমরা চাই টেকসই সমাধান।”

গুজবের উৎস সম্পর্কে সতর্কতা
খলিলুর রহমান জানান, ‘মানবিক করিডর’ সংক্রান্ত গুজব একটি প্রতিবেশী দেশের গণমাধ্যম থেকে এসেছে। তারা এমনকি দাবি করছে, বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘প্রক্সি যুদ্ধ’ চালাবে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন মহল এগিয়ে আসবে। সরকার সব বিষয়ে সবসময় মুখ খুলবে—তা বাস্তবসম্মত নয়।”

উপস্থিতি
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন, সাক্ষাৎ করলেন এনসিপির নাহিদ-পাটওয়ারী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করলো আইএসপিআর

নিজস্ব প্রতিনিধি: গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় প্রাণনাশের আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এসব আশ্রিত

২০০৮ সালের নির্বাচনে সম্পদের তথ্য গোপনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত: ইসিকে চিঠি

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১৫-২১ মে): সারাদেশে আটক ২৫৮

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ

Scroll to Top