২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কোন নির্বাচন আগে হবে সরকারই সিদ্ধান্ত নেবে: ইসি

নিজস্ব প্রতিনিধি:

রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় কোন নির্বাচন আগে হবে— তা নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সিক্যুয়েন্স—কোনটা আগে হবে বা পরে হবে—তা কমিশনের একক এখতিয়ার নয়। দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আমাদের দায়িত্ব কেবল সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা।”

তিনি জানান, দল ও প্রার্থীদের জন্য নির্বাচনি প্রচার বিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালার খসড়া কমিশন নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। তবে সংস্কার কার্যক্রমের অগ্রগতি অনুসারে চূড়ান্ত অনুমোদনে কিছুটা সময় লাগতে পারে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য সংগঠনের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কমিশন কোনো মন্তব্য করতে চায় না। কমিশনের কাজ হলো আইন অনুসারে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।”

কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং আইনের আওতায় থেকে কাজ করে যাচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী কমিশনের নিজে থেকে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই।”

তিনি আরও জানান, “স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কমিশনের স্বপ্রণোদিতভাবে পক্ষভুক্ত হওয়ার কোনো নজির নেই। আমরা আইন অনুযায়ী চলে এসেছি, সেভাবেই আগাব।”

প্রচারণা ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে আনার বিষয়েও নীতিগত অনুমোদন হয়েছে বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, “এটি চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগবে। কিন্তু কমিশন এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

এদিন কমিশনের পক্ষ থেকে ভবিষ্যত নির্বাচনের প্রস্তুতি, আইনি কাঠামোর হালনাগাদ এবং সংশ্লিষ্ট দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চলমান উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মানবিক করিডর নিয়ে যে প্রচার চলছে তা গুজব: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ‘মানবিক করিডর’ দিয়েছে—এমন তথ্য ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে

সচিবালয়ের আশপাশে ইশরাক সমর্থকদের অবস্থান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে

সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে)

Scroll to Top