মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
ধর্ম ছিলো আলাদা—কিন্তু সম্পর্ক ছিলো ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ। একসাথে স্বর্ণের ব্যবসা, একসাথে চলা-ফেরা, হাসি-কান্না ভাগাভাগি করা—সবই করেছিলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার মোঃ কোরবান আলী শেখ (৫৫) এবং অশোক কুমার রায় (৬০)। দুজনেই ছিলেন মাতৃ জুয়েলার্সের ব্যবসায়ী এবং এলাকার পরিচিত মুখ।
বুধবার (২১ মে) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার নওপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রাণ ঝরে যায়। পাংশার শিকদার জুয়েলার্স থেকে হালখাতা শেষ করে মোটরসাইকেলে করে ফেরার পথে মাছপাড়া এলাকায় ‘পাগলা বাবার মোড়’-এ একটি বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসু সমা জানান, দুর্ঘটনায় আগেই তাদের মৃত্যু হয়েছিল। পাংশা মডেল থানার ওসি মোঃ সালাউদ্দিন জানান, “ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে।”
মৃত্যুর পরে একজন শায়িত হলেন মুসলিম কবরস্থানে, আরেকজন হিন্দু শ্মশানে—কিন্তু জীবনে তারা ছিলেন একই পথের পথিক, একই ব্যবসার সাথী, আর একই হৃদয়ের বন্ধন।
এই দুর্ঘটনা কেবল দুই ব্যবসায়ীর জীবন কাড়েনি, বরং এক অনন্য বন্ধুত্বের করুণ পরিসমাপ্তি টেনে দিলো, যেখানে ধর্ম নয় মানুষই ছিলো মুখ্য পরিচয়।