২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ধর্ম ভেদ ভুলে বন্ধুত্বে জড়ানো দুই স্বর্ণ ব্যবসায়ীর একসাথে মৃত্যু—একজন গেলেন শ্মশানে, আরেকজন কবরস্থানে

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

ধর্ম ছিলো আলাদা—কিন্তু সম্পর্ক ছিলো ভাইয়ের চেয়েও ঘনিষ্ঠ। একসাথে স্বর্ণের ব্যবসা, একসাথে চলা-ফেরা, হাসি-কান্না ভাগাভাগি করা—সবই করেছিলেন কুষ্টিয়ার খোকসা পৌরসভার মোঃ কোরবান আলী শেখ (৫৫) এবং অশোক কুমার রায় (৬০)। দুজনেই ছিলেন মাতৃ জুয়েলার্সের ব্যবসায়ী এবং এলাকার পরিচিত মুখ।

বুধবার (২১ মে) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার নওপাড়া এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রাণ ঝরে যায়। পাংশার শিকদার জুয়েলার্স থেকে হালখাতা শেষ করে মোটরসাইকেলে করে ফেরার পথে মাছপাড়া এলাকায় ‘পাগলা বাবার মোড়’-এ একটি বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসু সমা জানান, দুর্ঘটনায় আগেই তাদের মৃত্যু হয়েছিল। পাংশা মডেল থানার ওসি মোঃ সালাউদ্দিন জানান, “ঘাতক ট্রাক ও চালককে ধরতে অভিযান চলছে।”

মৃত্যুর পরে একজন শায়িত হলেন মুসলিম কবরস্থানে, আরেকজন হিন্দু শ্মশানে—কিন্তু জীবনে তারা ছিলেন একই পথের পথিক, একই ব্যবসার সাথী, আর একই হৃদয়ের বন্ধন।

এই দুর্ঘটনা কেবল দুই ব্যবসায়ীর জীবন কাড়েনি, বরং এক অনন্য বন্ধুত্বের করুণ পরিসমাপ্তি টেনে দিলো, যেখানে ধর্ম নয় মানুষই ছিলো মুখ্য পরিচয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুফতি মিজানুর রহমান সাঈদ আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির সদস্য নির্বাচিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির (আইআইএফএ) কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস

শিবচরে ভুয়া র‍্যাব সেজে প্রতারণার চেষ্টা: সাবেক সেনা সদস্য আটক

রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধিঃ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু দক্ষিণ ও শিবচর থানার সীমান্তবর্তী মোল্লারহাট এলাকায় হাইওয়ে পুলিশের তল্লাশিচৌকিতে ভুয়া র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক

নান্দাইলে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃশহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) নান্দাইল উপজেলার জনতা

নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার 

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১মে)

Scroll to Top