ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ ইউনিভার্সিটি আইটি সোসাইটি(JnUITS) ৬০ জন শিক্ষার্থীকে বিসিসি কোর্সের সার্টিফিকেট প্রদান করেছে।আয়োজিত ব্যাসিক কম্পিউটার কোর্স(BCC)৭ম ব্যাচের সার্টিফিকেট আওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
বুধবার(২১ মে) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় ভার্চুয়াল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি সোসাইটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।
এই অনুষ্ঠানে ডিজিটালাইজেশনের এই যুগে ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রযুক্তির উপর নির্ভরশীলতার ব্যাপারে আলোকপাত করে আইটি সোসাইটি সভাপতি রেদোয়ান আহমেদ বলেন জবি আইটি সোসাইটি সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাজ কর। আমরা পরবর্তীতে আরো ভালো ভালো প্রোগাম চালু করব আইটি সোসাইটির উদ্যোগে।
এই অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির সভাপতি রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক পারভেজ হোসেন,ওয়ার্কশপ সেক্রেটারি ইমাম হাসান,কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম,আলিফ,বায়েজিদ সরকারসহ আরো অনেকেই।