৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ২৫ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমি মেলা ডিজিটাল সেবার দ্বার উন্মুক্ত হবে জনসাধারণের জন্য

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে ২৫ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

মেলাকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ২২ মে সকালে উপজেলা হলরুমে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী। তিনি জানান, “ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করাই এই মেলার মূল উদ্দেশ্য।”

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মেলায় যেসব সেবা মিলবে:

  • অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান
  • ই-নামজারি আবেদন গ্রহণ
  • রেজিস্ট্রেশন ও দাখিলা প্রিন্ট করার সুযোগ
  • সার্বক্ষণিক সেবাবুথ, যেখানে সরাসরি পরামর্শ পাওয়া যাবে
  • বেসরকারি সহায়তা কেন্দ্র থেকে নির্ধারিত রেটে সেবা গ্রহণ

এছাড়াও মেলায় থাকবে জনসচেতনতামূলক লিফলেট ও বুকলেট বিতরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা’ এবং সাধারণ মানুষের জন্য অভিযোগ গ্রহণ ও শুনানির ব্যবস্থা।

সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, “ডিজিটাল ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। মানুষ যেন হয়রানি ছাড়াই সেবা পায়, সে দিকেই আমাদের অগ্রাধিকার।”

উপজেলা প্রশাসন আশা করছে, এ মেলার মাধ্যমে জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বাড়বে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আগ্রহ সৃষ্টি হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top