২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

এভারেস্টের চূড়ায় কাঁদলেন শাকিল, বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশি তরুণ

নিজস্ব প্রতিবেদক:

এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আবেগে কেঁদে ফেলেছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। কক্সবাজারের ইনানী সৈকত থেকে ১,৩৭২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ১৯ মে ২০২৫ তারিখে ভোর সাড়ে ছয়টায় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। ‘সি টু সামিট’ নামের এই অভিযানে শাকিল গড়েছেন একাধিক নজির—তিনি হয়েছেন সপ্তম বাংলাদেশি, সর্বকনিষ্ঠ এবং পদযাত্রায় সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে এভারেস্টজয়ী মানুষ।

এভারেস্ট জয়ের পর শাকিল লিখেছেন, “আমি তখন কেবল একজন পর্বতারোহী ছিলাম না—আমি ছিলাম হাজারো ত্যাগ, সংগ্রাম, স্বপ্ন আর দায়িত্ববোধের প্রতীক।”

অভিযানের উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়া। শাকিলের ভাষায়, “যদি পাহাড় জয় করা যায়, তবে নিজের ভেতরের অসচেতনতাকেও জয় করা সম্ভব।” তাঁর এই অভিযানে শারীরিক ও মানসিক সীমা ছাপিয়ে ছিল এক বিশাল বার্তা—প্লাস্টিক দূষণ ও কার্বন নিঃসরণ রোধে বিশ্বকে সচেতন করা।

এভারেেস্ট চূড়ায় ওঠার পুরো পথে তিনি পাড়ি দিয়েছেন বাংলাদেশের সমুদ্র উপকূল, ভারত ও নেপালের দুর্গম অঞ্চল, খুম্বু আইসফল, সাউথ কল, হিলারি স্টেপসহ বহু কঠিন স্থান। প্রতিটি ধাপে ছিল জীবন-মৃত্যুর ভারসাম্য।

অভিযানের আয়োজক ছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। প্রধান পৃষ্ঠপোষক প্রাণ, সহযোগী ছিল ইউএনডিপি, মি. নুডলস, সিস্টেমা টুথব্রাশ, মাকালু ই ট্রেডার্স, ৮কে এক্সপেডিশন, জাগোনিউজ, ও জাগো এফএম।

শাকিলের সঙ্গী ও গাইড ছিলেন নেপালের তাশি গ্যালজেন শেরপা, যিনি নিজেও ২০ দিনের মধ্যে চারবার এভারেস্ট চূড়ায় ওঠার পথে। শাকিল জানিয়েছেন, “আমার এই জয় একার নয়। এটি দেশের, তরুণ প্রজন্মের, যারা স্বপ্ন দেখে সীমা ভাঙার।”

গাজীপুরের কালিয়াকৈরের এই তরুণ ২০১৩ সালে কলকাতা থেকে হেঁটে ঢাকায় এসেছিলেন। এরপর থেকেই যুক্ত হন পর্বতারোহণে। তিনি কেয়াজো-রি, দ্রৌপদী-কা-ডান্ডা-২, হিমলুংসহ বহু পর্বত জয়ের অভিজ্ঞতা অর্জন করেন।

সাম্প্রতিক এই এভারেস্ট জয় শুধু রেকর্ড নয়, বরং একটি জাতির পক্ষ থেকে বিশ্বকে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তা—”এখনই সময় সচেতন হওয়ার, নইলে ভবিষ্যৎ আর থাকবে না।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জন, সাক্ষাৎ করলেন এনসিপির নাহিদ-পাটওয়ারী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করলো আইএসপিআর

নিজস্ব প্রতিনিধি: গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় প্রাণনাশের আশঙ্কায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এসব আশ্রিত

২০০৮ সালের নির্বাচনে সম্পদের তথ্য গোপনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের তদন্ত: ইসিকে চিঠি

নিজস্ব প্রতিনিধি: ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে

যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযানসমূহের সারসংক্ষেপ (১৫-২১ মে): সারাদেশে আটক ২৫৮

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ

Scroll to Top