২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটির স্থায়ী কমিটি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে দুপুরে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিগত কয়েকদিনে স্থায়ী কমিটির একাধিক বৈঠকে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্য পাঠ করবেন কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য।

বিএনপি সূত্র আরও জানায়, নির্বাচনি সরকারে ছাত্র উপদেষ্টাদের সম্পৃক্ততা নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিষয়ে দলে জোর আলোচনা চলছে। এ নিয়ে আজ বিএনপির আরেকটি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খলিলুর রহমান তার অতীত ও বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্নের জবাব না দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

রিজভী আরও বলেন, “ফ্যাসিবাদের দেড় দশক খলিল কোথায় ছিলেন, কীভাবে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কী ছিল—এসব প্রশ্নের জবাব তিনি দেননি। আমাদের স্পষ্ট দাবি, তাকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে তার প্রকৃত অবস্থান ও তথ্য জনগণের সামনে উপস্থাপন করতে হবে।”

বিএনপির দাবি, রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই, এবং নির্বাচনকালীন সরকারে ছাত্র বা দলীয় উপদেষ্টাদের স্থান দেওয়াও গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে এসব বিষয়েই বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বক্তব্য ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে,

রাজপথ ছাড়ছে না ইশরাক সমর্থকরা

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: গত কয়েকদিন টানা আন্দোলনের পর আজ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন

কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মী ছাত্রদলে যোগদান

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেছেন। বুধবার (২১ মে) দিনগত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: আগামী ২৮ মে ঢাকায় তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি মোতাবেক রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

Scroll to Top