নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বর্তমানে যে রাজনৈতিক সংকট চলছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। অন্য কিছু বলে লাভ নেই।”
বৃহস্পতিবার (২২ মে) থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, চলমান সংস্কার প্রক্রিয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে, সেগুলো শিগগিরই ঘোষণা করা হবে। এ বিষয়ে বাড়াবাড়ি না করে দায়িত্বশীল অবস্থান নেওয়ার পরামর্শ দেন তিনি। “যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। আর যেসব বিষয়ে এখনও মতৈক্য হয়নি, সেগুলো চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় রাখতে হবে,” বলেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “জনগণের প্রত্যাশা—অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হোক।”
এদিন উচ্চ আদালতের রায়ে প্রকৌশলী ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে ফখরুল বলেন, “এই রায়ে জনগণের বিজয় হয়েছে। আদালত আইনের প্রতি সম্মান রেখে সঠিক রায় দিয়েছেন।” তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ইশরাক হোসেনের শপথ কার্যকর করার আহ্বান জানান।
গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য ব্যাংকক যান বিএনপি মহাসচিব। ১৫ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।