২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

লন্ডনে শেখ হাসিনার উপদেষ্টার ছেলের দুই অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে। বাংলাদেশে দুর্নীতির অভিযোগ নিয়ে চলমান অনুসন্ধানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে এই পদক্ষেপ নেওয়া হলো।

জব্দ হওয়া অ্যাপার্টমেন্টগুলোর একটি লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত বিলাসবহুল আবাসিক ভবন, যার মূল্য প্রায় ৬৫ লাখ পাউন্ড (১০৬ কোটি টাকার বেশি)। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসে, যার মূল্য ১২ লাখ পাউন্ড (সাড়ে ১৯ কোটি টাকার বেশি)। এই অ্যাপার্টমেন্ট দুটি যুক্তরাজ্যের আইল অফ ম্যান-এ নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল।

যুক্তরাজ্যের নির্বাচন–সংশ্লিষ্ট নথি অনুযায়ী জানা গেছে, গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্টে একসময় বসবাস করেছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। তিনি বর্তমান লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের মা।

এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে ১৭ গ্রোসভেনর স্কয়ার এবং গ্রেশাম গার্ডেনসের অ্যাপার্টমেন্ট দুটি ফ্রিজিং অর্ডারের মাধ্যমে জব্দের আদেশ দেওয়া হয়েছে।’’ ফ্রিজিং অর্ডার এমন এক ধরনের আদালতের নির্দেশনা, যার ফলে ওই সম্পত্তি বিক্রি বা ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস-কে বলেন, সালমান এফ রহমান ও শায়ান রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজন তালিকায় রয়েছেন।

তবে শায়ান রহমানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘‘আমাদের মক্কেল দৃঢ়ভাবে যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাজ্যে কোনো তদন্ত হলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।’’

এই ঘটনাকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও নতুন করে আলোচনায় এসেছে। ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ছাত্রদের আন্দোলনের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।

তার পর থেকেই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি পুলিশ, বিচারব্যবস্থা ও গণমাধ্যমে সংস্কার আনার পাশাপাশি দুর্নীতির অভিযোগে আগের সরকারের অনেক ঘনিষ্ঠজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। এরই অংশ হিসেবে কিছু ব্যাংক হিসাব জব্দ ও বিদেশি সম্পদ শনাক্ত করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তদন্ত পরিচালিত হচ্ছে।

তবে এসব পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন অনেক আওয়ামী লীগ সমর্থক। চলতি মাসে এই দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে ইউনূসের সরকার।

উল্লেখ্য, এই দুর্নীতির তদন্তে শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে গত জানুয়ারিতে তিনি তার মন্ত্রিসভার পদ থেকে পদত্যাগ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পুনর্বাসনে অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও

মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে মান-অভিমান ভুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ মে) জুমার নামাজ

দুমকির শহিদকন্যা ধর্ষণে অংশ নেয় ৩ কিশোর, মিলেছে পর্ণোগ্রাফি তৈরির প্রমাণ

জাকির হোসেন হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত শহিদকন্যার ধর্ষণে সরাসরি অংশ নেয় তিন কিশোর। একইসঙ্গে তারা ভুক্তভোগীর বিবস্ত্র ছবিও তুলেন। আদালতে জমা

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। শুক্রবার (২৩ মে)

Scroll to Top