২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

উখিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগী পরিবার

মুহাম্মদ আমিন, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে সম্পূর্ণ বৈধভাবে ক্রয়কৃত জমি দখল করে বসে আছেন আপন ছোট ভাই—এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মৃত মোহাম্মদ খুইল্লা মিয়ার বড় ছেলে আবু তাহের। স্থানীয় সন্ত্রাসীদের মদদে চলা এই দখল প্রক্রিয়ায় আজ তিনি এবং তার পরিবার পড়েছেন মারাত্মক নিরাপত্তাহীনতায়।

আবু তাহের ২০২৪ সালের ৩ জুলাই ০.০১৮০ একর জমি আইনগতভাবে রেজিস্ট্রি করে ক্রয় করেন আবু ছিদ্দিক, দিলু আরা বেগম ও আয়েশা বেগমের কাছ থেকে। দলিলে জমির মৌজা, খতিয়ান, দাগ নম্বর ও সম্পত্তির সীমানাসহ যাবতীয় বৈধ তথ্য সন্নিবেশিত রয়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাহের দেখতে পান—তারই আপন ছোট ভাই আবুল মনজুর, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায়, জমিটি জোরপূর্বক দখল করে নেয় এবং সেখানে ভরাট কাজ শুরু করে।

এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানা কর্তৃপক্ষ ও আইনজীবী শাহজালাল চৌধুরী ও সরওয়ার জাহান চৌধুরীর মাধ্যমে দখল ছাড়ার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে মনজুর গং এখনো জমি দখল করে রেখেছে।

অভিযোগ রয়েছে, আবুল মনজুর তার সহযোগী আবুল কালাম, মির কাশেমসহ অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে বারবার আবু তাহের ও তার পরিবারের ওপর হামলা চালাচ্ছে। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে খুনের হুমকি। বিষয়টি জানার পর স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

আবু তাহের বলেন, “আমি আমার কষ্টার্জিত অর্থ দিয়ে জমি কিনেছি, যার দলিল ও রেকর্ড আমার নামে রয়েছে। কিন্তু আমার আপন ভাই জমি দখল করে আমাকে ও আমার পরিবারকে জীবননাশের হুমকি দিচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় দ্রুত তদন্ত করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেওয়া এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই ধরনের সন্ত্রাসী দখল চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মহেশখালী থানার নতুন ওসি মন্জুরুল হক

নিয়াজ,চট্টগ্রাম প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুরুল হক। তিনি এতদিন কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অন্যদিকে,২০ ই মে মঙ্গলবার

সিরাজগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বন্ধ

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ইসলামিয়া ফাজিল বহুমুখী মাদ্রাসাটি সরকারি নির্দেশ অমান্য করে পরপর দুইদিন প্রতিষ্ঠানটি বন্ধ রাখেন অধ্যক্ষ মোঃ

রাজবাড়ীতে ঈদুল আযহায় পারাপার নির্বিঘ্ন করতে সমন্বয় সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  পবিত্র ঈদুল আযহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান পারাপার নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের

গোমস্তাপুর উপজেলায় কুরবানির চাহিদার তুলনায় গবাদি পশুর সংখ্যা বেশি

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হলো- কোরবানি। শুধু আত্মত্যাগই নয় বরং আল্লাহর সঙ্গে বান্দার

Scroll to Top