২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ: চার দফা দাবি আদায়ের আহ্বান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

আজ শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চার দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বক্তব্য রাখেন
মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালাল আহমদ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি জাবের কাসেমী, মুফতি শরিফ উল্লাহ, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ড. শোয়াইব আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি মোস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি ফখরুল ইসলাম ও মুফতি আব্দুল মালেক।

চার দফা দাবি

সমাবেশে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘নারী কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের জনগণ কোনো করিডোর মেনে নেবে না। শেখ হাসিনার বিচার ছাড়া কোনো কার্যক্রম সফল হবে না।’

তিনি আরও বলেন, ‘হেফাজতের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে। অথচ সংগঠনের নেতা-কর্মীদের মামলা কেন এখনো প্রত্যাহার করা হচ্ছে না?’ বক্তারা অভিযোগ করেন, ‘যারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চাইবে, তাদের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।’

সভাপতির ভাষণে মাওলানা মামুনুল হক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। দেশের সেনাপ্রধান জাতির স্তম্ভ। রাজনৈতিক দলগুলোর ব্যক্তিগত মান-অভিমান দেশ ও জনগণের স্বপ্ন নষ্ট করতে দেবে না।’ তিনি আরও বলেন, ‘সময়ের মতো নির্ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না।’

মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘একটার পর একটা দাবি আদায়ের সংস্কৃতি চালু থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।’ তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেইসাথে নারী কমিশন বাতিল, সংবিধান থেকে বিতর্কিত বহুত্ববাদ প্রত্যাহার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের রূপরেখা ঘোষণার দাবিও জানান।

সমাবেশ শেষে হেফাজত নেতারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংক পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top